বিশ্বখ্যাত অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম খান একাডেমির বিশ্বমানের শিক্ষা উপকরণ বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ হল খান একাডেমি বাংলা। ২০১০ সালে ক্যালিফোর্নিয়ায় আগামী নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খান একাডেমির গণিতের ভিডিওগুলো বাংলায় অনুবাদ করার উদ্দেশ্যে খান একাডেমির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি খান একাডেমির পূর্ণাঙ্গ ওয়েবসাইটটি বাংলায় লোকালাইজ করার জন্য খান একাডেমির সাথে আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এর ফলশ্রুতিতে ২০১৬ সালের ১লা মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয় খান একাডেমি বাংলা ওয়েবসাইটটি। ২০০০ এর অধিক গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং প্রোগ্রামিং এর ভিডিও এবং সংশ্লিষ্ট অনুশীলনী সম্বলিত এই প্ল্যাটফর্মটি বর্তমানে সবার জন্য উন্মুক্ত এবং পাওয়া যাচ্ছে _bn.khanacademy.org_ ঠিকানায়।