খান একাডেমির বিশ্বমানের বিষয়বস্তুগুলোকে বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থীদের জন্য বাংলায় লোকালাইজেশনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। লোকালাইজেশনের কাজের মধ্যে রয়েছে- খান একাডেমি বাংলার ওয়েবসাইট লোকালাইজেশন, অনুশীলনী অনুবাদ, ভিডিও স্ক্রিপ্ট অনুবাদ এবং ভিডিও ডাবিং। এই কার্যক্রমে যে কেউ অংশগ্রহণ করে, সুনির্দিষ্ট মানদন্ড পূরণ করে খান একাডেমির পক্ষ থেকে ২টি অফিসিয়াল সার্টিফিকেট- “সার্টিফিকেট অফ পার্টিসিপেশন” এবং “সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন” অর্জন করতে পারবে। স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণের জন্য এক কপি জীবনবৃত্তান্ত সহ যোগাযোগ করতে হবে খান একাডেমি বাংলা দলের সাথে।
অংশগ্রহণ করতে যোগাযোগ করুন- khanacademybangla@agami.org