বাংলাদেশে খান একাডেমির কন্টেন্টসমূহ লোকালাইজেশনের লক্ষ্যে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০১৬) আগামী’র সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। ‘খান একাডেমি বাংলা’ ওয়েবসাইটটি ২০১৬ সালে চালু করার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে গ্রামীনফোনের সহায়তায় আগামী এই উদ্যোগটি গ্রহণ করে।
স্মারক সাক্ষর কর্মসূচিটি মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস নাফিসা খানম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব এস এম আশরাফুল ইসলাম এবং মন্ত্রনালয় ও আগামী’র অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উদ্যোগটি গ্রহনের পর থেকে বিগত ছয় (৬) মাসে ওয়েবসাইটটি আঞ্চলিকীকরণের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ওয়েবসাইটটি শীঘ্রই চালু করা হবে। আগামী এবং গ্রামীনফোনের পাশাপাশি এই উদ্যোগে বিসিসি এর অংশগ্রহণ এই উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাবে যার ফলশ্রুতিতে ‘খান একাডেমি বাংলা’ এর কন্টেন্টসমূহকে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Comment