নেত্রকোনা
নেত্রকোনা
নেত্রকোনার শহুরে এলাকায় অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার শীর্ষ বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ এবং সাউন্ডবক্স সম্বলিত একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে।
এই মাল্টিমিডিয়া ক্লাসরুমটি ব্যবহার করে এই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে খান একাডেমি বাংলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষকদের জন্য খান একাডেমি বাংলার পক্ষ থেকে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় যেখানে খান একাডেমি বাংলা ব্যবহারের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় আইসিটি এবং শিক্ষাবিজ্ঞানের জ্ঞান সম্পর্কিত বিষয়াবলীকে প্রাধান্য দেয়া হয়। বর্তমানে ৬ষ্ঠ শ্রেণির ২৮০ জন শিক্ষার্থী একজন গণিত শিক্ষকের তত্ত্বাবধানে মাল্টিমিডিয়া ক্লাসরুম মডেলে খান একাডেমি বাংলার গণিতের পাঠ গ্রহণ করছে।
বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করে খান একাডেমি বাংলা ইমপ্লিমেন্টেশন দল ভবিষ্যতে বিদ্যালয়টিতে ল্যাব মডেলেও খান একাডেমির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
শ্রেণী: ষষ্ঠ
শিক্ষার্থীর সংখ্যা: ২৮০
মডেল: এমএমসি মডেল
পাঠসংখ্যা:
সময়কাল: আগস্ট –
গণিত শিক্ষক:
আগামী এবং খান একাডেমি দুটি অলাভজনক প্রতিষ্ঠান। বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তায় খান একাডেমি বাংলা প্রকল্পটির কাজ চলছে। আপনিও এই প্রকল্পের সাথে সহযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগ করুন – khanacademybangla@agami.org অথবা education@agami.org