বিশ্বব্যাপী দূরশিক্ষণের জন্য বহুল প্রচলিত এবং পরিচিত ওয়েবসাইট ‘খান একাডেমি’। যে সাইটের প্রশিক্ষণ ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন বিল গেটসও। “Free, world-class education for anyone, anywhere” স্লোগান নিয়ে চালু হওয়া খান একাডেমির ভিডিওসমূহ এই পর্যন্ত ২৩টি ভাষায় অনুদিত হয়েছে এবং খান একাডেমির ভাষা ভিত্তিক পূর্নাঙ্গ ওয়েবসাইট রয়েছে বর্তমানে ৫টি ভাষায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে ‘খান একাডেমি বাংলা’। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান “আগামী” এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কম্পানী “গ্রামীনফোন” এর যৌথ উদ্যোগে খান একাডেমি বাংলা ওয়েবসাইটের প্রকল্প হাতে নেয়া হয়। রাজধানীর হোটেল সোনারগাঁও এ আজ ৯ জুলাই ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৬ সালে এ অলাভজনক শিক্ষামূলক সাইটটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। খান একাডেমি সাইটটিতে রয়েছে অসংখ্য শিক্ষা উপকরণ- রয়েছে দেড় লাখেরও বেশি ইন্টার-এক্টিভ অনুশীলনী, ছয় হাজারেরও বেশি মাইক্রো-লেকচার ভিডিও। সাইটটিতে গণিত, পদার্থবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, অর্থনীতি, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জৈব রসায়ন, কম্পিউটার বিজ্ঞানসহ রয়েছে অসংখ্য পাঠ্যবিষয় যা থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দনীয় বিষয় খুঁজে নিয়ে নিজেরাই পাঠ গ্রহণ করতে পারবে।
Leave a Comment