খান একাডেমি বাংলা: বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থীদের জন্য খান একাডেমির বিশ্বমানের শিক্ষা উপকরণ (ভিডিও এবং অনুশীলনী) বাংলায় একটি পূর্নাঙ্গ ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করার একটি উদ্যোগ।
বিশ্বখ্যাত অনলাইন শিক্ষার প্লাটফর্ম খান একাডেমি। এর বিশ্বমানের শিক্ষা উপকরণ বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২০১০ সালে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আগামী ও খান একাডেমির মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর প্রেক্ষিতে ২০১১ সালে খান একাডেমির ৮০০ গণিতের ভিডিও বাংলায় অনুবাদ করা হয় এবং ২০১১ থেকে ২০১৪ সালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ২০ টির অধিক বিদ্যালয়ে ২০০০ এর উপরে শিক্ষার্থীর কাছে সেই ভিডিওগুলো পৌঁছে দেওয়া হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি খান একাডেমির পূর্ণাঙ্গ ওয়েবসাইটটি বাংলায় লোকালাইজ করার জন্য খান একাডেমির সাথে আরেকটি চুক্তি স্বাক্ষর করে। ৬০ জনের অধিক খণ্ডকালীন এবং পূর্ণকালীন কর্মী, স্বেচ্ছাসেবী, ইন্টার্ন এবং ফ্রিল্যান্সারের একটি দলের প্রায় ১ বছরের কাজের ফলশ্রুতিতে ২০১৬ সালের ১লা মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয় খান একাডেমি বাংলা ওয়েবসাইটটি। ২০০০ এর অধিক গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং প্রোগ্রামিং এর ভিডিও এবং সংশ্লিষ্ট অনুশীলনী সম্বলিত এই প্লাটফর্মটি বর্তমানে সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সরকার ২০২০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৩০০০ কম্পিউটার ল্যাব এবং ৩০০০ “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” গড়ে তোলা হয়েছে। এছাড়া ১০০ এর অধিক প্রাথমিক বিদ্যালয়েও গড়ে তোলা হয়েছে কম্পিউটার ল্যাব। আগামী’র খান একাডেমি বাংলা উদ্যোগটির লক্ষ্য হল এই সকল ল্যাবগুলো ব্যবহার করে বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে খান একাডেমি বাংলার বিশ্বমানের এই ডিজিটাল বিষয়বস্তুগুলো বিনামূল্যে পৌঁছে দেয়া। সে লক্ষ্যে ইতোমধ্যেই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে আগামীর একটি চুক্তি সাক্ষর হয়েছে এবং খান একাডেমি বাংলার বিষয়বস্তুগুলোকে শ্রেণিকক্ষে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। প্রস্তুতির অংশ হিসেবে ২০১৬ সালে ঢাকার তিনটি বিদ্যালয়ে খান একাডেমি বাংলার পাইলট ইমপ্লিমেন্টেশনের কাজ হয়েছে। ২০১৭ সালে দেশের বিভিন্ন প্রান্তের আরো ২০টি বিদ্যালয়ে খান একাডেমি বাংলার বিষয়বস্তুগুলোকে নিয়ে যাওয়ার জন্য খান একাডেমি বাংলা দল কাজ করে যাচ্ছে।
খান একাডেমি বাংলা ওয়েবসাইটের ঠিকানা: bn.khanacademy.org
খান একাডেমি বাংলা প্রজেক্ট ওয়েবসাইটের ঠিকানা: khanacademybangla.org