খান একাডেমি বাংলা ইউটিউব চ্যানেলটি সম্প্রতি ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে যা চ্যানেলটির জন্য একটি বিশাল মাইলফলক। খান একাডেমি বাংলা দল প্রতিনিয়তই খান একাডেমির ভিডিওগুলোকে বাংলায় লোকালাইজ করছে যাতে বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে সহজেই বিশ্বমানের শিক্ষা পৌছে দিতে পারে। এর আগে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান এবং গণিতের ভিডিও লোকালাইজ করা হলেও বর্তমানে কেবল গণিত এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করছে খান একাডেমি বাংলা দল। শীঘ্রই বিজ্ঞান ও গণিতের পাশাপাশি প্রোগ্রামিং এর উপরও বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে খান একাডেমি বাংলা চ্যানেলটিতে।
চ্যানেলে ১ মিলিয়ন ভিউ উপলক্ষে খান একাডেমি বাংলা দলের বর্তমান সদস্যরা চ্যানেলটির ভিউয়ারস এবং সাবস্ক্রাইবারস দেরকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে গতকাল (২৭ অক্টোবর, ২০১৬)। ভিডিও বার্তাটিতে ভিউয়ারসদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে আরো নানা বিষয়ের অন্য অনেক ভিডিও নিয়ে তাদের সামনে চ্যানেলটিকে উপস্থাপনের আশ্বাসও দেয়া হয়।
Leave a Comment