ঘোড়াশাল, নরসিংদী
ঘোড়াশাল, নরসিংদী
ঘোড়াশালের শহুরে এলাকায় অবস্থিত ঘোড়াশাল পাইলট হাই স্কুল। খান একাডেমি বাংলা কার্যক্রম সম্পর্কে জানতে পারার পর বিদ্যালয় কর্তৃপক্ষক তাদের বিদ্যালয়ে খান একাডেমি বাংলার কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে খান একাডেমি বাংলা ইমপ্লিমেন্টেশন দলকে বিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
বিদ্যালয়টিতে খান একাডেমি বাংলার ২-দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় যেখানে বিদ্যালয়টির ৪ জন শিক্ষক সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের আরো ১৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের এই কার্যক্রমের অন্তর্ভূক্ত করার কারণ হল পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে খান একাডেমি বাংলার ভবিষ্যৎ ইমপ্লিমেন্টেশন সহজ করা। বর্তমানে ঘোড়াশাল পাইলট হাই স্কুলে খান একাডেমি বাংলার কার্যক্রম অফলাইনে একটি আফটার স্কুল প্রোগ্রাম হিসেবে চলছে যেখানে ১ জন শিক্ষক এমএমসি মডেলে ৭৬ জন শিক্ষার্থীকে খান একাডেমি বাংলার আওতায় গণিতের পাঠ প্রদান করছেন।
শ্রেণী: ষষ্ঠ
শিক্ষার্থীর সংখ্যা: ১৮০
মডেল: এমএমসি মডেল
পাঠসংখ্যা:
সময়কাল: সেপ্টেম্বর –
গণিত শিক্ষক:
শ্রেণী: সপ্তম
শিক্ষার্থীর সংখ্যা: ১৮০
মডেল: এমএমসি মডেল
পাঠসংখ্যা:
সময়কাল: সেপ্টেম্বর –
গণিত শিক্ষক:
আগামী এবং খান একাডেমি দুটি অলাভজনক প্রতিষ্ঠান। বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তায় খান একাডেমি বাংলা প্রকল্পটির কাজ চলছে। আপনিও এই প্রকল্পের সাথে সহযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগ করুন – khanacademybangla@agami.org অথবা education@agami.org