লাকসাম, কুমিল্লা
লাকসাম, কুমিল্লা
কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্রেয়াং এএসআর হাই স্কুল এমন একটি বিদ্যালয় যেখানে শ্রেণি প্রতি শিক্ষার্থী সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং যেখানে অধিকাংশ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের সদস্য।
বিদ্যালয়টিতে ৯টি কম্পিউটার এবং একটি প্রজেক্টর সম্বলিত একটি কম্পিউটার ল্যাব রয়েছে, তবে যথাযথ যত্ন এবং রক্ষনাবেক্ষনের অভাবে কেবল ৩টি কম্পিউটার বর্তমানে ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। বিদ্যালয়টিতে তাই ২০১৭ সালে এমএমসি মডেলে খান একাডেমি বাংলার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয় এবং সেই লক্ষ্যে বিদ্যালয়টির ৩ জন গণিত শিক্ষককে খান একাডেমি বাংলার প্রশিক্ষণ প্রদান করা হয়। এই ৩ জন শিক্ষক পর্যায়ক্রমে বিদ্যালয়টি ৬ষ্ঠ শ্রেণিতে এমএমসি মডেলে খান একাডেমি বাংলার কার্যক্রম পরিচালনা করবেন যাতে ৬ষ্ঠ শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর প্রত্যেকেই এই কার্যক্রমের আওতায় আনা যায়।
শ্রেণী: ষষ্ঠ
শিক্ষার্থীর সংখ্যা: ১২০
মডেল: এমএমসি মডেল
পাঠসংখ্যা:
সময়কাল: সেপ্টেম্বর
গণিত শিক্ষক: