হাশিল, জামালপুর
হাশিল, জামালপুর
জামালপুরের একটি গ্রাম হাশিল। এই গ্রামে অবস্থিত হাশিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় প্রত্যেকেই তাদের বিদ্যালয়ের কার্যক্রমের পাশাপাশি কৃষি কাজ করে পারিবারিক উপার্জনে সহায়তা করে। এসকল শিক্ষার্থীদের কেউই পূর্বে কখনো কম্পিউটার ব্যবহার করেনি, এবং তারা কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন কী-বোর্ড, মাউস ইত্যাদি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতো না।
এই বিদ্যালয়টিতে খান একাডেমি বাংলার কার্যক্রম শুরুর পূর্বে খান একাডেমি বাংলার ইমপ্লিমেন্টেশন দলের সদস্যদের বিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রথমে হাতে-কলমে কম্পিউটার ব্যবহার করতে শেখাতে হয়। এই উদ্দেশ্যে খান একাডেমি বাংলা দল বিদ্যালয়টিতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যেখানে শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করে খান একাডেমি বাংলার প্ল্যাটফর্মটির ব্যবহার শেখানো হয় এবং সেই সাথে শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ১৭৮ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক এই শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রাথমিক ভাবে বিদ্যালয়টিতে ল্যাব মডেলে শিক্ষার্থীদের ৫টি ভাগে ভাগ করে ৫ জন শিক্ষক দিয়ে খান একাডেমির ইমপ্লিমেন্টেশনের পরিকল্পনা করা হলেও পরবর্তীতে নানা কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়। বর্তমানে বিদ্যালয়টির ৬ষ্ঠ শ্রেণিতে অফলাইনে মাল্টিমিডিয়া ক্লাসরুম (এমএমসি) মডেলে খান একাডেমি বাংলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের ৩টি দলে ভাগ করে ৩ জন শিক্ষক এই কার্যক্রম পরিচালনা করছেন এবং খান একাডেমি বাংলার ইমপ্লিমেন্টেশন দলের সদস্যরা কার্যক্রমটির সফলতার জন্য শিক্ষকবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
শ্রেণী: ষষ্ঠ
শিক্ষার্থীর সংখ্যা: ১৭৮ জন
মডেল: এমএমসি মডেল
পাঠসংখ্যা:
সময়কাল: ফেব্রুয়ারি
গণিত শিক্ষক: ১
আগামী এবং খান একাডেমি দুটি অলাভজনক প্রতিষ্ঠান। বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তায় খান একাডেমি বাংলা প্রকল্পটির কাজ চলছে। আপনিও এই প্রকল্পের সাথে সহযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগ করুন – khanacademybangla@agami.org অথবা education@agami.org